ক্যামেরাযুক্ত মোবাইল ফোন আজকাল প্রায় সবার হাতেই রয়েছে৷ একটু চেষ্টা করলেই কিন্তু সেসব ক্যামেরা দিয়ে চমৎকার সব ছবি তোলা সম্ভব৷ তাই আপনাদের জানাবো মোবাইলে ছবি তোলার কিছু সহজ টিপস৷
০১. লেন্স পরিষ্কার করে নিন
মোবাইলে ছবি তোলার ক্ষেত্রে আমার প্রথম পরামর্শ হচ্ছে ক্যামেরার লেন্সটি পরিষ্কার করে নিন৷ নরম কোন কাপড় দিয়ে লেন্সটি মুছে নিতে পারেন৷ তবে, শক্ত কাপড় বা এমন কিছু দিয়ে ক্যামেরার লেন্স মুছতে যাবেন না যা লেন্সের উপর দাগ বসিয়ে দিতে পারে৷ বাজারে লেন্স পরিষ্কার করার নানা উপকরণও পাওয়া যায়৷ চাইলে সেগুলোও ব্যবহার করতে পারেন৷
০২. দুই হাত দিয়ে ফোন ধরুন
প্রচলিত ক্যামেরাগুলোর চেয়ে মোবাইল ফোন অনেক হালকা৷ এটিকে যেভাবে খুশি সেভাবে ধরা যায়৷ এটা যেমন সুবিধা, তেমনি ছবি তোলারক্ষেত্রে অসুবিধা৷ কেননা ছবি তোলার সময় যদি ক্যামেরা কাঁপে তাহলে ছবির মান খারাপ হতে পারে৷
তাই, ছবি তোলার সময় সবচেয়ে ভালো হয় যদি ফোনটি দু’হাত দিয়ে ধরেন৷ এভাবে ফোন ধরার পর বৃদ্ধাঙ্গুল ব্যবহার করে সহজেই শাটার টেপা সম্ভব৷ সুবিধা হচ্ছে, এভাবে ফোনটি ধরলে শাটার টেপার সময় সেটি কাঁপবে না, ছবিও অনেক শার্প থাকবে৷
আমি মাঝে মাঝে আরো একভাবে ছবি তুলি, সেটি হচ্ছে, এক হাত দিয়ে এভাবে অনেকটা মনোপডের মতো করে৷ টেবিল বা কোন কিছুর উপর যদি আপনার কনুই রাখার সুযোগ থাকে, তাহলে এভাবে দীর্ঘসময় ফোনটি ধরে রাখা যায় এবং ক্যামেরার বিভিন্ন সেটিংস বদলানো সহজ হয়৷
০৩. গ্রিড অন করে নিন
আপনার ফোনের ক্যামেরার গ্রিড ফাংশনটি চালু করে নিন৷ এটি চালু করলে ফোনের ডিসপ্লে নয়টি চতুর্ভুজে পরিনত হবে৷ অর্থাৎ দু’টি হরাইজন্টাল এবং দু’টি ভার্টিকাল লাইন ক্যামেরার ডিসপ্লেতে দেখা যাবে৷ এসব লাইন ব্যবহার করে আপনার ছবির সাবজেক্ট বা পয়েন্ট অফ ইন্টারেস্ট কোথায় থাকবে সেটি নির্ধারণ করা অনেক সহজ হবে৷
কোন কিছুর ছবি তোলারক্ষেত্রে আলোকচিত্রিরা সাধারণত রুল অব থার্ডস ব্যবহার করেন৷ এই রুলের অর্থ হচ্ছে ছবির মুল সাবজেক্ট বা পয়েন্ট অফ ইন্টারেস্ট ছবির মাঝখানে থাকবে না, বরং হরাইজন্টাল এবং ভার্টিকাল লাইনগুলো যে পয়েন্টে মিশেছে সেসব পয়েন্টের কোনটিতে থাকবে৷
০৪. ফোকাস ঠিক করুন
আপনার ছবির সাবজেক্ট বা পয়েন্ট অব ইন্টারেস্টকে ফোকাসে রাখতে ক্যামেরার পর্দায় সেটির উপর চাপ দিন৷ আমার ছবির সাবজেক্ট আলিসা, তাই আমি ওর মুখের উপরে স্পর্শ করছি৷ এতে করে ওকে শার্প দেখা যাচ্ছে, আর ক্যামেরার সেটিংস অনুযায়ী ছবির অন্যান্য এলিমেন্ট কিছুটা ব্লার হয়ে যাচ্ছে৷ ফলে ছবির মধ্যে আলিসা আলাদাভাবে ফুটে উঠবে৷ অর্থাৎ ডেপথ অব ফিল্ড পরিষ্কার বোঝা যাবে৷
০৫. আলোর উৎস দেখে নিন
ছবি তোলার জন্য আদর্শ কিছু সময় রয়েছে৷ সূর্যদয়ের পর এবং সূর্যাস্তের আগে কয়েকঘণ্টা এবং মেঘলা পরিবেশ ছবি তোলার জন্য আদর্শ৷ কারণ এসব সময়ে সূর্যের আলোর প্রখরতা কম থাকে ফলে সফট আলো পাওয়া যায়৷ কড়া রোদের মধ্যে ছবি তোলা উচিত নয়৷ কারণ তখন আলো এবং ছায়ার মধ্যে ব্যবধান এতই বেশি থাকে যে ছবি সুন্দর হয়না৷
সূর্যের প্রখরতা বেশি থাকলে ছবি তুলতে ছায়াযুক্ত কোন স্থান বেছে নিন৷ খেয়াল রাখবেন আপনার সাবজেক্টের পেছন দিকে যাতে সামনের দিকের চেয়ে আলো বেশি না থাকে৷ সম্ভব হলে আলোর উৎসকে ক্যামেরা থেকে অন্তত ত্রিশ ডিগ্রি ডানে বা বামে রাখবেন৷ তাতে ছবির গভীরতা ভালোভাবে বোঝা যাবে৷
০৬. এক্সপোজার ঠিক করুন
এক্সপোজার হচ্ছে আপনি ক্যামেরার লেন্সকে কতটা আলো নিতে দেবেন সেটা নির্ধারণ করে দেয়া৷ আজকাল সব স্মার্টফোনের ক্যামেরাতেই এই ফিচারটি রয়েছে৷ এজন্য ফোনের পর্দায় আপনার সাবজেক্টের উপর চাপ দিন, এরপর যে হলুদ চতুর্ভুজটা দেখা যাচ্ছে, সেটির ডানদিকে থাকা আলোর স্কেল কমান বা বাড়ান৷ এভাবে ছবিটি কতটা উজ্জ্বল বা অন্ধকার হবে সেটা আপনি ঠিক করে দিতে পারেন৷
খেয়াল রাখবেন আপনার সাবজেক্টের পেছনে যদি আলো বেশি থাকে, তখন আপনি সাবজেক্টের সামনের অংশের এক্সপোজার বাড়াতে গেলে ব্যাকগ্রাউন্ড জ্বলে যেতে পারে৷ এজন্য আলো কোন দিক আসছে সেটা খেয়াল রাখা সবসময় জরুরী৷
০৭. ব্যাকগ্রাউন্ড দেখুন
আমি মাঝেমাঝেই ইন্সটাগ্রামে কিছু ছবি দেখে বিরক্ত হই৷ সুন্দর একটি ছবি, অথচ সাবজেক্টের পেছনে হয়ত টয়লেট প্যান দেখা যাচ্ছে, কিংবা এমন কিছু দেখা যাচ্ছে যেটা অপ্রত্যাশিত৷ ছবি তোলার সময় তাই অপ্রত্যাশিত কিছু ব্যাকগ্রাউন্ডে আছে কিনা দেখে নিন৷
আর খেয়াল রাখবেন ব্যাকগ্রাউন্ড যাতে বেশি ফাঁকা না থাকে৷ বরং এমন কোন এলিমেন্ট যদি রাখা যায়, যা সাবজেক্টের সঙ্গে মানানসই বা পরিস্থিতি বোঝাতে সহায়ক তাহলে সেগুলো রেখে ছবি তোলাই ভালো৷
#মোবাইলফটোগ্রাফি #আইফোন #আরাফাতুলইসলাম
Follow me:
Instagram: https://www.instagram.com/arafatul/
Twitter: https://twitter.com/arafatul/
Facebook: https://www.facebook.com/arafatul
source